দর্শকদের আচরণে জরিমানার শঙ্কায় বাফুফে
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২১ নভেম্বর মুখোমুখি হয়েছিল দল দুটি। স্বাগতিক বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক গোল করেন শেখ মোরসালিন। ম্যাচে স্বাগতিকরা খেলেছিল আধিপত্য বিস্তার করে। ভরপুর গ্যালারিতে বাংলাদেশি দর্শকরাও তাতে বাঁধনহারা উল্লাসে মেতে ওঠেন। গ্যালারি ভরিয়ে তোলেন আতশবাজি আর স্মোক ফ্লেয়ারের রঙিন খেলায়।
আর এতেই শঙ্কা জরিমানা দেওয়ার। ম্যাচের দিন গ্যালারিতে দর্শকরা মোটামুটি বেশ কয়েকবার উগ্র আচরণ করেছেন। যাতে ভঙ্গ হয়েছে ফিফার শৃঙ্খলা সংক্রান্ত ধারা। যে ধারার শাস্তি প্রমাণিত হলে ফিফাকে ১৫ থেকে ২০ হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
ফিফা থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেওয়া হয়নি বাংলাদেশকে। তবে, ম্যাচ শেষে মৌখিকভাবে বাফুফেকে সতর্ক করেছেন বাংলাদেশ-লেবানন ম্যাচের ম্যাচ কমিশনার জুরায়দা মোস্তফা।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি সত্যি। ম্যাচে গ্যালারিতে থাকা দর্শকরা বেশ কয়েকবার বাড়াবাড়ি আচরণ করেছেন। অতিমাত্রায় স্মোক ফ্লেয়ারের ব্যবহার করেছে। এতে, ফিফার ভায়োলেশন রিলেটেড কিছু ধারা ভঙ্গ হয়েছে। এমন অবস্থায় সাধারণত ফিফা যদি জরিমানা করে তাহলে ১৫ থেকে ২০ হাজার ডলার দিতে হয়। তবে, এখনও আনুষ্ঠানিকভাবে ফিফা থেকে কিছু জানায়নি আমাদের। মৌখিকভাবে ম্যাচ কমিশনার সতর্ক করেছেন।’