আরিচা-পাটুরিয়া ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে নদী তীরবর্তী এলঅকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালনো হয়।
এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও বিআইডব্লিউটিএর সদস্যরা অংশ নেন।
উচ্ছেদ অভিযানের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, দেশব্যাপী বিআইডব্লিউটিএর নদী তীরবর্তী জায়গাগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আরিচা ও পাটুরিয়া ঘাট এলাকার শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ আরিচা নৌবন্দর কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান জানান, দখলমুক্ত জায়গাগুলোতে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ করা হবে।