৪০ শূকর উদ্ধার, চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার
সিরাজগঞ্জে বাথান থেকে চুরি হওয়া ৪০টি শূকর উদ্ধার করেছে চৌহালী থানা পুলিশ। এ ঘটনায় চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে। আজ রেবাবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার চোরচক্রের পাঁচ সদস্য হলেন ময়মনসিংহের বিনয়চন্দ্র দাস (৩৮) ও নূর মোহাম্মদ ওরফে নুরু (২৮), ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া (৩২) এবং কিশোরগঞ্জের নীলফামারী এলাকার পলাশ চন্দ্র রায় (২৮)।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইর এলাকায় একটি বাথান থেকে ৪০টি বিভিন্ন বয়সের শূকর চুরি করে ট্রাকে তুলে নিয়ে যায় চোরচক্র। এই অভিযোগের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪০টি শূকর উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, চোরচক্রের দলনেতা বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গ্রেপ্তারকৃতদের আজ রেবাবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।