গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল, বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের সূত্রাপুরে টাঙ্গাইলমুখী সার্ভিস লেনে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় উদ্ধার আহতদের উদ্ধার করা হয়। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
ওসি শাহাদাত আরও বলেন, ‘ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’