সড়কে চাঁদা আদায় বন্ধে বেলকুচি পৌর মেয়রকে লিগ্যাল নোটিশ
সড়কে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধের দাবিতে পৌরসভা ম্যানুয়ালের ১৫২ ধারায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী রেজাউল করিম রাখাল।
গত ২২ ফেব্রুয়ারি সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের সিএনজিচালিত অটোরিকশার মালিক সোহেল রানার পক্ষে নোটিশটি পাঠান তাঁর এই আইনজীবী।
এ বিষয়ে জানতে আজ বিকেলে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে তাঁর মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি মেয়র হিসেবে বেলকুচি পৌরসভার নিয়ন্ত্রণাধীন মুকুন্দগাতী বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা ইত্যাদি ইজারা বন্দবস্ত প্রদানের জন্য গত ৮ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করেছেন। পৌরসভার বিধি মোতাবেক টার্মিনাল ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়কে টোল উত্তোলনের কোনো বিধান নেই। আপনার পৌরসভাধীন মুকুন্দগাতী বা অন্যকোনো স্থানে কোনো স্ট্যান্ড বা টার্মিনাল নেই। তথাপি আপনি টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করেছেন।
এর আগেও বিগত বছর এমন দরপত্র আহ্বান করে ইজারাদার নিয়োগ দিয়ে এবং ইজারা আদায়কারীরা সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে বেআইনিভাবে রশিদের মাধ্যমে চাঁদা আদায় করে আসছেন পৌর মেয়র।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, অবৈধ চাঁদা/টোল আদায় হতে বিরত না থাকলে মেয়রের বিরুদ্ধে উপযুক্ত আদালতে মামলা করা হবে।
সিএনজি মালিক সমিতি সূত্রে জানা যায়, বেলকুচি পৌরসভার অধীন কোনো টার্মিনাল বা বাস স্ট্যান্ড না থাকলেও সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের মুকুন্দগাতী ও চালা এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে বাস ও ভটভটিপ্রতি দৈনিক ৫০ টাকা, ট্রাকপ্রতি ১০০ টাকা এবং সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক থেকে ১০ টাকা করে বেলকুচি পৌরসভার টোল আদায় করা হয়।
পৌরসভার বিধি মোতাবেক টার্মিনাল ব্যতিরেকে কোনো সড়ক বা মহাসড়ক থেকে টোল আদায়ের বিধান না থাকায় সোহেল রানা নামের এক সিএনজিচালিত অটোরিকশার মালিক বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে পৌরসভা ম্যানুয়ালের ১৫২ ধারা মোতাবেক লিগ্যাল নোটিশ দেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবীরেজাউল করিম রাখাল।