বিদেশি পিস্তল, গুলিসহ দুই যুবক গ্রেপ্তারের দাবি পুলিশের
কুমিল্লার চৌদ্দগ্রামের ছফুয়া বাজারে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের মো. নাজমুল হাসান (২০) ও মো. রাকিব হোসেন (২০)।
আজ বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা তন্ময়।
পুলিশ কর্মকর্তা জানান, আজ দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) লিটন চাকমা সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করার সময় উপজেলার ছফুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ব্যাগে স্কচটেপ মোড়ানে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বৃহস্পতিবার তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।