বিএনপির কথা জনগণ আর বিশ্বাস করে না : অর্থমন্ত্রী
বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শেখ হাসিনার ভাবনা গ্রাম হবে শহর আজ বাস্তবায়ন হয়েছে। সন্ধ্যা হলেই এখন রাস্তায় সড়কবাতি জ্বলে। যখন চলাচল করবেন দেখবেন শহরের মতোই সড়কে বাতি জ্বলছে। এই অঞ্চলের মানুষ এখন সারারাত নির্ভয়ে চলাচল করতে পারে।
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট উন্মুক্ত মঞ্চে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে খানসামা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার প্রথম নিজ নির্বাচনি এলাকায় এলে তাঁকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র দেওয়ান কামাল আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।