অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ড্রেজার মালিক গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দে ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে ড্রেজারের মালিক পরিমলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পরিমল কামারখন্দ উপজেলার কুটির চর পশ্চিমপাড়ার মকবুল হোসেনের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, ফুলজোড় নদী থেকে বাংলা ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় ভদ্রঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তারেক মুর্শেদ বাদী হয়ে ছয় জনের নামে মামলা দায়ের করেন৷ মামলার দুই নম্বর আসামি ড্রেজার মালিক পরিমলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।