ময়মনসিংহে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ময়মনসিংহে বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ছিনতাইকৃত অটোরিকশাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবক হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চরখিদিরপুর গ্রামের ওয়াসিম আকরাম খান (৪০)।
আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার (এসপি) মাছুম আহমেদ ভুঁইয়া তার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার মাছুম আহমেদ বলেন, ‘মঙ্গলবার (১২ মার্চ) রাত ৯টার দিকে তিনজন নেত্রকোনার কেন্দুয়া থানাধীন মরিচপুর হতে তোফায়েল আহমেদ নামে এক চালকের অটোরিকশা ভাড়া নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ি এলাকায় আসেন। পরে অটোরিকশাটি তাদের নিয়ে আঠারোবাড়ি মেইনরোড হতে গাবরকালিয়ান গ্রামে যাওয়ার সরু পথে প্রবেশ করে। একপর্যায়ে তিনযাত্রী অটোরিকশাটি ছিনতাই করতে উদ্যত হয়। এতে অটোচালক বাধা দিলে যাত্রীদের মধ্যে একজন তাকে পিস্তল ঠেকিয়ে প্রাণের ভয় দেখিয়ে জোরপূর্বক অটোছিনতাই করে পালিয়ে যায়। চালক দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ইটভাটার সামনে গিয়ে চিৎকার করতে থাকলে আশপাশে থাকা শ্রমিক ও সাধারণ জনগণ এগিয়ে আসে এবং পুলিশকে জানায়। এ সময় টহলরত ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি মোবাইল টিম সেখানে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকা ঘেরাও করে। পরে বাঁশঝাড়ে লুকিয়ে থাকা অবস্থায় ওয়াসিম আকরাম খানকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেন। তার নামে ইশ্বরগনজ ও কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটটি মামলা রয়েছে। তার অপর সহযোগীরা পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’