চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.৫, হাসপাতালে রোগীর ভিড়
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় জেলা আবহাওয়া অফিস এই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে।
তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে, প্রয়োজন ছাড়া কেউই ঘর খেকে বের হচ্ছে না। রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে।
এদিকে, তীব্র তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর ভিড় বেড়ে গেছে। প্রতিদিনই শতাধিক রোগী ডায়ারিয়া ও বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হচ্ছে।
টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এ জেলায়। গতকাল বৃহস্পতিবার জেলায় সর্বোচ্চ তামপাত্রা ছিল ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এই তাপমাত্রা ছিল ৪০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন মঙ্গলবার ছিল ৪০ দশমিক দুই ডিগ্রি।
২০২৩ সালের ১৯ ও ২০ এপ্রিল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবাইদা জামাল জয়া বলেন, গরমে শিশু ও বয়স্কদের পানি ও খাবার স্যালাইন খাওয়াতে হবে। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া যাবে না। বাইরে বেরানোর সময় ছাতা ও ক্যাপ ব্যবহার করতে হবে। কেউ যদি অচেতন হয়ে পড়ে তাকে প্রচুর পরিমাণ পানি ঢেলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে।