চালককে পিটিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে হাতুরি দিয়ে পিটিয়ে আহত করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় জড়িত তিন যুবককে গ্রপ্তোর করেছে পুলিশ।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
আহত অটোরিকশাচালক সাইফুল ইসলামকে (৬০) সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি পৌর এলাকার চককোবদাসপাড়া মহল্লায়।
গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন সদর উপজেলার ছাতিয়ানতলী গ্রামের মো. জিয়া (২২), একই গ্রামের সাইদুল ইসলাম (২১) ও আব্দুল্লাহ ওরফে আব্দুল (১৮)।
ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে সাইফুল ইসলামের অটোরিকশা ১০০ টাকা ভাড়ায় চুক্তি করে সদর উপজেলার শিয়ালকোল এলাকায় নিয়ে যান এই তিন যুবক। সেখানে নিরিবিলি জায়গায় অটোরিকশাচালককে পেছন থেকে হাতুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রাস্তার পাশে ড্রেনে ফেলে রাখেন। পরে তাঁরা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
আজ সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় টহল পুলিশ ওই তিন যুবকের গতিবিধি সন্দেহ হলে ছিনতাই করা আটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশাচালকে আহত অবস্থায় হাসপাতালে পায় পুলিশ।
এ ঘটনায় এই তিন যুবকের বিরুদ্ধে দস্যুতা ও অটোরিকশাচালকে পিটিয়ে আহত করার অভিযোগে মামলা করা হয়েছে।