মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এভিপিসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে করা মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মো. হাবিবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার (২৮ এপ্রিল) ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক তাদের বিরুদদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন—মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এভিপি মো. হাবিবুর রহমান এবং কাজী ফরহাদ হোসেন ও কাজী জাহিদ হাসান।
নথি থেকে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বিগত ২০১৮ সালের ৫ ডিসেম্বর বাদি হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। ৪০৬, ৪০৯, ৪২০, ১০৯ দণ্ড বিধিতে এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ দমন আইনের ৫(২) ধারা। পরে দুদক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ঢাকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ভুল সংশোধন
এই সংবাদে হাবিবুর রহমানকে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো প্রতিবাদলিপিতে জানানো হয়, হাবিবুর রহমান ব্যাংকটিতে ২০০০ সালে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) হিসেবে কর্মরত ছিলেন। এর প্রেক্ষিতে তথ্যটি সংশোধন করা হলো। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত।