মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে যা জানালেন রাষ্ট্রদূত
ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদেরকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান। গতকাল শনিবার (১ জুন) কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা গত ৩১ মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি কর্মী। তাদেরকে মালয়েশিয়া নিয়ে আসার ব্যাপারে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেন, ‘মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগ ছিল, আছে ও থাকবে। আমাদের কর্মীরা যারা এসেছেন তারা যেন কর্মক্ষেত্রে কাজের নিশ্চয়তা পান এবং যারা ভিসা পেয়েও আসতে পারেননি তাদের নিয়ে আসার বিষয়টি নিয়েও আমরা কথা বলব।’
এদিকে বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশে কুয়ালালামপুর নির্ধারিত শেষ সময় ছিল গত শুক্রবার (৩১ মে)। কিন্তু টাকাপয়সা জমা দিয়েও নির্ধারিত সময়ে টিকিট পাননি মালয়েশিয়াগামী হাজারো বাংলাদেশি কর্মী। তাই কুয়ালালামপুর নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে পারেননি প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী।