নিখোঁজের তিন ঘণ্টা পর নদীর পাড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ
ফেনীতে নিখোঁজের তিন ঘণ্টা পর ক্ষুদ্র ব্যবসায়ী নিজাম উদ্দিনের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ জুন) দিনগত রাত একটার দিকে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া এলাকায় মুহুরী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজ শনিবার (২২ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ীর স্ত্রী জানান, তার স্বামীর সঙ্গে দীর্ঘ দিন ভাসুর (স্বামীর বড় ভাই) নুরুল আলমের বিরোধ ছিল। তিনি অভিযোগ করেন, নুরুল আলম পরিকল্পিতভাবে নেজাম উদ্দিনকে হত্যা করেছে। ঘটনার পর নুরুল আলম ঘরে তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছে।
তিনি জানান, তার স্বামী ফেনী রাজাঝির দীঘিরপাড়ে ব্যবসা করতেন। শুক্রবার দিনগত রাত দশটার দিকে বাজার নিয়ে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন নেজাম উদ্দিন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত একটার দিকে মুহুরী নদীর পাড়ে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।