দেশ ও প্রশাসন মাফিয়াদের হাতে, সংসদে রাজনীতিক নেই : গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বাংলাদেশ এখন মাফিয়াদের হাতে। সংসদে কোনো রাজনীতিক নেই। প্রশাসনেও মাফিয়া। এই মাফিয়া চক্রের প্রধান শেখ হাসিনা।’
আজ বুধবার (৩ জুলাই) বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পঠানোর দাবিতে জেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই চক্রের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
বিএনপিকে জনগণের মন থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র হচ্ছে, তা কখনোই সফল হবে না উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যারা সেই চেষ্টা করছে তারা তাদের কৃতকর্মের জন্য নিজেরাই মুছে যাবে।’
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে আটক করা হয়েছে ভারতকে সন্তুষ্ট করার জন্য। ভারতের সঙ্গে তাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক। সেই সম্পর্কের ফসল হচ্ছে আজিজ-বেনজীর।
‘সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করছে। এই দুর্নীতির ভার টানতে হচ্ছে জনগণকে’ উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। তিনি মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে। তিনি মুক্ত হলে স্বামী-স্ত্রীর সম্পর্ক শেষ হবে।’
‘ব্রিটিশ কলোনি, পাকিস্তানের শোষণ কোনো কিছুই আমরা মানিনি, যুদ্ধ করেছি।‘ উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারত এ দেশকে কলোনি হিসেবে ব্যবহার করবে, আমরা তা হতে দেব না। আমাদের সীমান্তরক্ষী বাহিনীকে অথর্ব করে রাখা হয়েছে। এর চেয়ে গ্রামের চৌকিদারও অনেক ভালো। তাদের গুলি ফোটানোর অধিকার নেই, অথচ আমরা নিয়মিত অস্ত্র-গুলি কিনছি।’
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল হক সাবু প্রমুখ।