জেলা জজের বাড়িতে চুরি
চট্টগ্রামের সাতকানিয়ায় এক জেলা জজের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দিনগত রাতের যেকোনো সময় সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
এ সময় চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ছাড়া ঘরের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে জিনিসপত্র তছনছ করে দেয়। সদর ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী জানায়, সাতকানিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের করাইয়ানগর এলাকার বাসিন্দা ও পাবনা জেলা জজ আবু ওবাইদ মুরাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকেন না। বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল রান্নাঘরের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের মূল দরজা ও প্রত্যেক কক্ষের দরজার তালা ভেঙে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে জিনিসপত্র তছনছ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক পাবনা জেলা জজ আবু ওবাইদ মুরাদের ভগ্নিপতি ও সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফরিদুল আলম জানান, চোরের দল বাড়ির প্রত্যেকটি কক্ষের সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। ঘর থেকে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভি ও মূল্যবান জিনিসপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা করব।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জীবন কৃষ্ণ মজুমদার বলেন, ‘চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। ওই বাড়িতে কেউ থাকেন না। সেই সুযোগে চোরের দল রান্নাঘর হয়ে ভেতরে প্রবেশ করে। এরপর মূল ঘরের দরজা ও প্রত্যেক রুমের দরজার তালা ভেঙে জিনিসপত্র তছনছ করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’