ঠাকুরগাঁওয়ে পাঁচ থানার কার্যক্রম শুরু
কয়েকদিন বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে ঠাকুরগাঁওয়ের পাঁচটি থানার কার্যক্রম। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে জেলার সাতটি থানার মধ্যে পাঁচটি থানার কার্যক্রম চালু করা হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) সেনাবাহিনীর উপস্থিতিতে এসব থানার কার্যক্রম শুরু হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার সাতটি থানার মধ্যে ঠাকুরগাঁও থানা, বালিয়াডাঙ্গী থানা, হরিপুর থানা, রাণীশংকৈল থানা ও পীরগঞ্জ থানার সব সেবা চালু করা হয়েছে।
রুহিয়া ও ভূল্লী থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। তবে খুব দ্রুত এসব থানার কার্যক্রমও চালু করা হবে বলে জানান এসপি উত্তম প্রসাদ পাঠক।
এদিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।