আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতা : যৌথ বাহিনীর অভিযানে আটক ৬
আশুলিয়ার পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলে নাশকতাকারী সন্দেহে ছয়জনকে আটক করেছে যৌথ বাহিনী। আটকদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক মাসউদুর রহমান।
মাসউদুর রহমান বলেন, ‘গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তারা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তারসহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চল অস্থিতিশীল করেছিলেন। নিবিড় অনুসন্ধান করে জানতে পেরেছি, গাজীপুর শিল্পাঞ্চল স্বাভাবিক হলেও বিভিন্ন অজুহাতে অস্থিতিশীল করা হচ্ছিল আশুলিয়া। শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে ভাড়া করে আনা হয়েছিল বহিরাগতদের। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতার নেপথ্যে কারা, তা খতিয়ে দেখা হচ্ছে।’
বেতনবৈষম্য নিয়ে টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে অস্থিরতা তৈরি হয় পোশাক শিল্প খাতে। শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও অস্থিরতার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান শুরুর নির্দেশনা দেয় সরকার। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু করে যৌথ বাহিনী।