শেরপুরে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি
শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পাঁচটি উপজেলার মধ্যে দুটি উপজেলা থেকে পানি নেমে যেতে শুরু করেছে।
শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর উপজেলার বেশিরভাগ এলাকা থেকে পানি দ্রুত নামছে। তবে নিম্নাঞ্চলে এখনও বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। দুর্ভোগে রয়েছে বানভাসীরা। খাদ্য-পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে, বন্যার পানিতে ডুবে মোট পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আর ঝিনাইগাতীর মহারশী দিয়ে ভেসে এসেছে এক ভারতীয় নাগরিকের মরদেহ। নালিতাবাড়ী-তিনানী সড়কের একটি অংশের ঢলের স্রোতে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ত্রাণকাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। এছাড়া ছাত্র সমন্বয়কদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ত্রাণকাজ পরিচালনা করছে। বন্যাকবলিত এলাকায় ২৪২ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে…