সাবেক সংসদ সদস্য হেনরী দম্পতি কারাগারে
সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি রঞ্জু হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশ নিহত বিএনপিকর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলা এবং অস্ত্র মামলায় শোন এরেস্টের আবেদন করে। আদালত সেই মামলায় তাঁদের শোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে গুলিতে নিহত হন জেলা যুবদলের সহসভাপতি রঞ্জু, বিএনপিকর্মী আব্দুল লতিফ ও সুমন। এ ঘটনায় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে আসামি করে মামলা করে নিহতদের পরিবার।
এরপর থেকে হেনরী ও তাঁর স্বামী পলাতক ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর মৌলভীবাজারের বর্শিছড়া থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব। এরপর ২ অক্টোবর তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আজ তাঁদের আদালতে হাজির করা হয়।