চুরি হওয়া ৩১ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, তিন গৃহকর্মী গ্রেপ্তার
রাজধানীর রমনা এলাকা থেকে বিপুল স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় তিন গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সরোয়ার জাহান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তানজিনা আক্তার ফারিয়া, কহিনুর বেগম ও নাজমা আক্তার ওরফে লাইজু।
সরোয়ার জাহান জানান, গত ১৬ আগস্ট রোখসানা মজুমদার নামে এক নারী ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালঙ্কার এনে রাজধানীর ইস্কাটন রোডে তার নিজের বাসার আলমারিতে রাখেন। পরে ৮ অক্টোবর আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন, ৪৪ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডের পাঁচটি আংটি নেই। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ৫২ লাখ টাকা। এরপর তিনি রমনা মডেল থানায় একটি চুরির মামলা করেন। সেই মামলায় বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগম এবং অস্থায়ী গৃহকর্মী নাজমা আক্তার ওরফে লাইজুকে আসামি করা হয়।
সরোয়ার জাহান আরও বলেন, মামলার পর রমনা থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কহিনুর বেগমকে গ্রেপ্তার করে। তাদের দুজনকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয় এবং তানজিনা আক্তার ফারিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মোছা. নাজমা আক্তার লাইজুকে গ্রেপ্তার করা হয়।