দেশের প্রত্যন্ত অঞ্চলের ৫০০০ শিক্ষার্থীকে শীতবস্ত্র দিল সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র শিক্ষার্থীদের যথাযথ গরম কাপড়ের অভাবে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। এসব শিশুদের কষ্ট লাঘবে এবং তাদের স্কুলমুখী করতে ‘সম্ভাবনা’র উদ্যোগে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনজিও ভিত্তিক স্কুল ও মাদ্রাসার শীতের পোশাক বিতরণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে ঢাকাসহ উত্তরবঙ্গের রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বগুড়া ও বরিশালের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজার শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এ ছাড়া সিলেট, রংপুর ও পাবানায় এ কার্যক্রম চালু রয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে সম্ভাবনার অন্যতম পৃষ্ঠপোষক মোহাম্মাদ তোফাজ্জল আলী বলেন, ‘সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্ভাবনা নিরালসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমি বিশ্বাস করি, আমরা সবাই যদি সবার জায়গা থেকে শিশুদের পাশে দাঁড়াই, তবে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারব, ইনশাল্লাহ।’
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলাম বলেন, ‘সম্ভাবনা সূচনালগ্ন থেকেই শিশুদের শিক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। প্রতিবছর আমরা আমাদের পরিচালিত পুষ্পকলি স্কুলসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি, যার অন্যতম লক্ষ্য শিশুদের স্কুলমুখী করা।’
এ কার্যক্রমে পাশে থাকার জন্য সম্ভাবনার সব দাতাগোষ্ঠী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানান আরিফুল ইসলাম। সর্বস্তরের মানুষকে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।
‘সম্ভাবনা’র এ কার্যক্রমকে সাদরে গ্রহণ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা এ ধরনের শিক্ষা সহায়ক ও শিশুবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং এ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।
‘সম্ভাবনা’র পথচলা শুরু হয় ২০১১ সালে। সূচনালগ্ন থেকে সংগঠনটি দেশে দারিদ্র্য ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান বিগত ১২ বছরে সাফল্যের সঙ্গে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ‘পুষ্পকলি স্কুল’, সুবিধা বঞ্চিত নারীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করতে ‘অনিন্দিত নারী’ ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘স্বনির্ভর’ প্রকল্প পরিচালনা করে আসছে। সুবিধা বঞ্চিত শিক্ষিত বেকার জনগোষ্ঠীর বিনামূল্যে আইটি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে সম্ভাবনা ‘সম্ভাবনা আইসিটি সেন্টার’ নামে একটি নতুন উদ্যোগ হাতে নিয়েছে। ‘প্রযুক্তির অধিকার আলোকিত জীবনের অঙ্গীকার’—এ স্লোগানকে সামনে রেখে দেশের সব স্তরের মানুষের মাঝে প্রযুক্তির আলো পৌঁছে দিতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধা বঞ্চিত, কর্ম হারানো, শিক্ষা বঞ্চিত নারী ও পুরুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের জন্য বিনামূল্যে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ প্রকল্প পরিচালনা করছে সম্ভাবনা। এ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত নারীদের বিনামূল্যে স্বল্প মেয়াদী হস্তশিল্প ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি।