দাবি আদায়ে অরাজকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়াবেন না : মাহমুদুর রহমান
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, সরকার ও বিরোধীদল কেউ জুলাই-আগস্টের চেতনা অনুধাবন করতে পারেনি যে, কত মানুষের রক্তের বিনিময়ে দানব ফ্যাসিবাদ শেখ হাসিনার পরাজয় হয়েছে। তাই দাবি-দাওয়া আদায়ে অরাজকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়াবেন না।’
আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ টাউন হলে এক সেমিনারে মাহমুদুর রহমান এ কথা বলেন।
সেমিনারে মাহমুদুর রহমান বিরোধীদলের প্রতি ইঙ্গিত করে বলেন, আসার পথে গাজীপুরে তিন ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় একটি দলের রাস্তা অবরোধের কারণে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে গিয়ে দাবি আদায়ে চেষ্টা করবেন। দাবি-দাওয়া আদায়ে অরাজকতা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়াবেন না।
মাহমুদুর রহমান আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের পরে ২০২৪ সালের বিপ্লব সার্থক হয়েছে। সেই আদর্শের বিজয় হয়েছে ২০২৪ সালে। ১৩ সালে মাদ্রাসার ছাত্ররা লড়াই করেছে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশের সমাবেশে এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে ‘জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা সেমিনার’ জাগরণী সংগীত সন্ধ্যার আয়োজন করে ময়মনসিংহের কওমি মাদ্রাসার ছাত্র মো. সিরাজুল হকের স্মরণে ‘আসসিরাজ’ নামে একটি সংগঠন।