এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে হত্যা চেষ্টা, ২ আসামি রিমান্ডে
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।
আসামিরা হলেন আসিফুল হক আসিফ ওরফে ঝন্টু (৩২) ও মো. কাউসার মৃধা (২৪)।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মো. বায়েজীদ বোস্তামী আসামি দুজনকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, রোববার দুপুর ১২টায় রাজধানীর জগন্নাথ সাহা রোড থেকে কাউসার মৃধাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দুপুর ১টার দিকে হাজারীবাগ গার্লস স্কুলের সামনের একটি মেসে আত্মগোপনে থাকা অবস্থায় আসিফুল ওরফের ঝন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। ঝন্টু এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।
নথি থেকে জানা গেছে, গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে মাল্টিপ্ল্যান সেন্টারে দলবদ্ধ হয়ে এসে মার্কেটের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা মার্কেটের ব্যবসায়ীদের নানাভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে হয়রানি করে। এরপর গত ১০ জানুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে আসামিরা এলিফ্যান্ট রোডের রাস্তায় ব্যবসায়ী এহতেশামুল হকের ওপর হামলা করে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখমপ্রাপ্ত হন।
এ ঘটনায় এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহেদুল হাসান দীপু ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।