ঠাকুরগাঁও সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানানো হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।
লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, রাতে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করলে ওই বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। আটক বাংলাদেশিকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।