ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে উপজেলার এলাঙ্গী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর (৫৫) উপজেলার চাঁদপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, রাতে টহল পুলিশ রাত দেড় ঘটিকায় কাওসারকে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আজ সকালে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত কাওসার স্টক মালের ব্যবসায়ী। পূর্ব শক্রতার জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এলাকা সূত্রে জানা যায়, পুলিশের সোর্স হিসেবে এলাকায় পরিচিতি রয়েছে কাওসার লস্করের।