বাণিজ্য মেলার উদ্বোধন আজ
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে আজ রোববার। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলবে এ মেলা। মেলাটি দ্বিতীয় বারের মতো এই স্থানে অনুষ্ঠিত হতে চলেছে। এতে বাংলাদেশ ছাড়াও আরও ১০ দেশের ১৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে মেলা। আর সাপ্তাহিক বন্ধের দিন খোলা থাকবে রাত ১০টা অবধি। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব তথ্য জানান।
এ বছর মেলা প্রাঙ্গণকে দৃষ্টিনন্দন করতে শিশুপার্ক, বঙ্গবন্ধু প্যাভেলিয়নসহ সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে সাজানো হলে বাকি আছে সাজসজ্জার কাজ। চলছে স্টল, প্যাভিলিয়নের অবকাঠামো নির্মাণ। সে হিসেবে এসব শেষ করতে লেগে যেতে পারে আরও দুদিন বলে মনে করছেন স্টল সংশ্লিষ্টরা।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘স্থায়ী এক্সিবিশন সেন্টার একটু দূরে হলেও মেলায় অংশ নেওয়া ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মেলার মাধ্যমে আমরা দেশে তৈরি পণ্য দেশি-বিদেশি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাই।’ বাংলাদেশে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই মেলার মূল লক্ষ্য বলে তিনি জানান।
যাতায়াতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মেলায় যাতায়াতে যাতে কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাতায়াতের সুবিধার জন্য গেল বছরের মতো শাটল সার্ভিসের ব্যবস্থা থাকবে। কুড়িল বিশ্ব রোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত প্রাথমিকভাবে ৭০টি বিআরটিসি বাস চলাচল করবে। প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো হবে।’
বাসের ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করে টিপু মুনশি বলেন, ‘মেলা চলাকালীন বাসগুলো চলাচল করবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সাপ্তাহিক বন্ধের দিন মেলা রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।’
মেলায় প্রবেশমূল্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রাপ্ত বয়স্কদের জন্য মেলার প্রবেশ মূল্য ৪০ টাকা, আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। তবে মেলার টিকিট অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ থাকবে।’ তিনি বলেন, ‘মেলায় প্রায় এক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।’