মার্কেন্টাইল ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের মধ্যে চুক্তি
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল) মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি মাসের ২ তারিখ মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে 'মাল্টি চ্যানেল ইউটিলিটি বিল পেমেন্ট সার্ভিস' শীর্ষক এ চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইনফরমেশন টেকনোলজি এ কে এম আতিকুর রহমান।
অনুষ্ঠানে এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।