৪৬ লাখ ডলার ফেরত দেবেন ‘মূল হোতা’
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের একটি অংশ ফেরত দেওয়ার কথা জানিয়েছেন সন্দেহভাজন মূল হোতা ফিলিপাইনের ব্যবসায়ী কিম ওং। আজ মঙ্গলবার দেশটির সিনেট শুনানিতে চুরি যাওয়া অর্থের ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়ার কথা বলেন তিনি।
ফিলিপাইনের সংবাদমাধ্যম এবিএস সিবিএন নিউজ জানিয়েছে, সিনেট শুনানিতে কিম ওং চুরি যাওয়া অর্থের বিভিন্ন গন্তব্যের কথা জানান। তিনি বলেন, ৪৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার সোলেয়ার ক্যাসিনোতে রাখা হয়েছে। ওই অর্থ তিনি কর্তৃপক্ষের কাছে দেবেন বলে জানান।
শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন কিম ওং। অর্থ চুরির জন্য তিনি চীনা ব্যবসায়ী ডিং ঝিজে ও সু হুয়া গাও এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোকে দায়ী করেন।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০৮ কোটি টাকা) চুরি হয়। এর মধ্যে আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশ করে। এই অর্থছাড় হয় আরসিবিসি ব্যাংকের ম্যানেজার মায়া সান্তোস দেগুইতোর হাত দিয়ে। এ ঘটনায় ফিলিপাইনের সিনেটে মায়া সান্তোস দেগুইতো ও ফিলিপাইনের ব্যবসায়ী কিম ওং।