রিজার্ভের অর্থ উদ্ধারে সাহায্য করবে বিশ্বব্যাংক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও ডেপুটি গভর্নরদের সঙ্গে বৈঠক করে এ আশ্বাস দেন বিশ্বব্যাংকের আইনবিষয়ক দুজন কর্মকর্তা।
বৈঠক শেষে আজ সন্ধ্যায় এ ব্যাপারে সাংবাদিকদের জানান বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।
রোববার বাংলাদেশ ব্যাংকে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের আইনবিষয়ক দুই কর্মকর্তা স্টিফেন ও প্রিয়ানি।
শুভঙ্কর সাহা জানান, বিশ্বব্যাংকের কর্মকর্তারা রিজার্ভ অর্থ চুরি হওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চান। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে নিজেদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করে।
শুভঙ্কর সাহা জানান, যেসব দেশে টাকাগুলো আছে বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে সেসব দেশে বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে বিশ্বব্যাংক। তিনি আরো জানান, বাংলাদেশ ব্যাংক মামলা করার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, ‘টাকা উদ্ধারের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হয়। তা করেই বিশ্বব্যাংক এগোচ্ছে।’
শুভঙ্কর সাহা জানান, ফিলিপাইন থেকে উদ্ধারের টাকা এখনো বাংলাদেশে আসেনি। ওই দেশের নিয়মনীতি অনুসরণ করে ওই টাকা দেশে আনতে হবে। তবে শ্রীলংকা থেকে ২০ মিলিয়ন ডলার আদায় হয়েছে।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন (১০ কোটি ১০ লাখ) ডলার হ্যাকিংয়ের বিষয়টি গত ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ ব্যাংক।
এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ গভর্নর পদ থেকে সরে দাঁড়ান আতিউর রহমান। গত ২০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে যোগ দেন ফজলে কবির।