দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন : ডিসিসিআই সভাপতি
দেশে প্রতিবছর প্রায় দুই মিলিয়ন তরুণ কর্মজীবনে প্রবেশ করেছে, যদিও আমরা কাঙ্খিতমাত্রায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছি না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ। তিনি বলেন, শিল্পখাতের প্রয়োজনে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
আজ শনিবার (৬ জুলাই) ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত “শিক্ষা ও শিল্পখাতের সম্পর্ক সুদৃঢ়করণ” বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউটের (ডিবিআই) সাথে সমঝোতা স্বাক্ষরকারী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর উপাচার্য, উপ-উপাচর্য, বিভিন্ন অনুষদের ডীন এবং অধ্যাপক।
আশরাফ আহমেদ বলেন, আমাদের শিল্পখাতের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ পদগুলোর বিদেশি দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে, যেখানে খরচ হচ্ছে কয়েক বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতার অভাবে বাংলাদেশী প্রবাসীরাও উচ্চ পারিশ্রমিকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারছে না। বিদ্যমান বাস্তবতায়, বিশেষ করে শিল্পখাতের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে আরও বেশি মনোযোগী হওয়া প্রয়োজন।
বিশ্বের উন্নত দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলো শিল্পখাতের প্রয়োজনের নিরিখে দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষাক্রম সংষ্কার সহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয় মন্তব্য করে তিনি আশরাফ আহমেদ বলেন, যদিও আমাদের দেশে বিষয়টি এখনও কাঙ্খিত মাত্রায় নয়। তিনি আরও বলেন, আমাদের শিল্পখাতের চাহিদার বিষয়েটি বিবেচনায় নিয়ে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ডিবিআই বেশকিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহায়তা ডিপ্লোমা,পোষ্টগ্রাজুয়েট সহ নানমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে।
ইউল্যাবের উপচার্য প্রফেসর ইমরান রহমান বলেন, আমাদের শিক্ষিত তরুণদের প্রায় ৪০ শতাংশ কর্মহীন, যা খুবই হাতাশাব্যঞ্জক। এই থেকে অবস্থা উত্তরণে শিক্ষা ও শিল্পখাতের সুসমন্বয়ের কোন বিকল্প নেই। কর্মক্ষেত্রের পরিবেশ ও প্রয়োজন সম্পর্কে ধারণা প্রদানে ইন্টার্নশীপের পাশাপাশি এ্যাপ্রেন্টিজশীপের উদ্যোগ গ্রহণের উপর তিনি জোরারোপ করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার শিক্ষা এবং শিল্পখাতের মধ্যকার আস্থা ও বিশ্বাস বাড়ানোর উপর জোরারোপ করেন। তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা-কারিকুল্যাম বেশ ভালো, তবে প্রয়োজনের নিরিখে যা যুগোপযোগী করা যেতে পারে, তবে ক্যারিকুল্যামের ঘন ঘন পরিবর্তন তেমন সুফল বয়ে আনবে না।
মতবিনিময় সভায় বক্তব্য দেন এআইইউবির উপ-উপচার্য ড. মো. আব্দুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আলী আক্কাস, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. একেএম ওয়ারিসুল করিম, বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনালসের (বিইউপি) ডীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাহাদাত হোসেন, এনডিসি,পিএসসি ও পরিচালক (ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স) লেফ. কর্নেল খন্দকার জহিরুল আলম, পিএসসি, জি (অব.), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ডীন প্রফেসর মাহবুবুর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির (ইউআইইউ) ডিরেক্টর (বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) প্রফেসর ড. সালমা করিম, নর্দান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ডীন প্রফেসর নজরুল আহসান খান প্রমুখ।