জাবিতে চলছে ‘র্যাগ-৪২’-এর রাজা-রানি নির্বাচন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব ‘র্যাগ-৪২’-এর রাজা ও রানি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এই ভোট গ্রহণ শুরু হয়। চলবে রাত ৯টা পর্যন্ত।
এবারের রাজা পদে নির্বাচনে দুইজন ও রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজা পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী কাওসার আহমেদ অভি ও প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি। অভি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল এবং সিফাত মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
অন্যদিকে রানি পদে নির্বাচন করছেন প্রত্মতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির দেবযানী রায়। শোভা বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল ও দেবযানী শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, সকাল ৯টা থেকে নিজেদের ব্যাচের রাজা-রানি নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন ভোটাররা। নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। সবার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন।
প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের জানান, আজ সকাল থেকে সুষ্ঠু পরিবেশে নির্বাচন চলছে। প্রথম ধাপের নির্বাচন দুপুর সাড়ে ১২টায় শেষ হয়। পরে দ্বিতীয় ধাপে দুপুর ২টা থেকে ভোট শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। মোট ভোটার সংখ্যা দুই হাজার ৪১৯ জন। বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে দুটি বুথে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।
নির্বাচনে কোনো অভিযোগ পেয়েছেন কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার জানান, এখনও পর্যন্ত প্রার্থী ও ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। রাত ৯টার পরই ভোট গ্রহণ শেষ হবে। ভোট শেষেই জাকসু ভবনে ফলাফল ঘোষণা করা হবে।
র্যাগের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, ‘র্যাগ নির্বাচন শেষে মূল অনুষ্ঠান ছাড়া আর কোনো কার্যক্রম নেই। আমরা র্যাগের মূল অনুষ্ঠানের জন্য ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর নির্দিষ্ট করেছি। তবে এখনও প্রশাসন থেকে অনুমতি পাইনি। সব ঠিক থাকলে নির্ধারিত দিনেই র্যাগের অনুষ্ঠান হবে।’
নির্বাচনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী আবু তাহের। এ ছাড়া কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিভাগের শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, ইলিয়াস আহমেদ খান ও আফরিন মিম।
‘বন্ধুত্ব থাকুক মুকুটে, মহাকাব্যে অথবা চিরকুটে’ এই স্লোগানকে সামনে নিয়ে জাবি ৪২ ব্যাচের ‘র্যাগ শিক্ষা সমাপনি’ কার্যক্রম পরিচালিত হচ্ছে। র্যাগ রাজা-রানি নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে চলছে নির্বাচনি প্রচারণা, পোস্টারিং। আবাসিক হল, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ক্যাফেটেরিয়া, বিভিন্ন অনুষদের ভবন, বটতলাসহ বিভিন্ন মোড়ে মোড়ে ছবিসহ নির্বাচনি পোস্টারিংয়ে উৎসবমুখর হয়ে উঠেছে জাবি ক্যাম্পাস।