জাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাবির প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি মীর মশাররফ হোসেন হলের গেইট পর্যন্ত গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত সংক্ষিপ্ত সমাবেশে ‘ছাত্রলীগের হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘অচিরেই এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে সারা বাংলার ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’
মিছিলে জাবি ছাত্রদলের সাবেক সহসভাপতি ইব্রাহিম খলিল বিপ্লব, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাগরসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।