জাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
সারা দেশে চলমান লকডাউন ও করোনা পরিস্থিতি বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনের সময়সীমা পূর্বনির্ধারিত ৩১ জুলাইয়ের পরিবর্তে বাড়িয়ে আগামী ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনের বিষয়টি বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আবেদনের সময়সীমা ৩১ জুলাইয়ের পরিবর্তে বাড়িয়ে আগামী ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।
এর আগে গত ২০ জুন অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়।
এ বছর ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নয়টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হবে। ইউনিটগুলো হলো-‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিক অনুষদ), ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ), ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘জি’ ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), ‘এইচ’ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) এবং ‘আই’ ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট)।
এগুলোর মধ্যে এ, বি, সি, ডি এবং ই ইউনিটের প্রতিটি আবেদন ফরমের জন্য ৬০০ টাকা ও সি১, এফ, জি, এইচ এবং আই ইউনিটের প্রতিটি আবেদন ফরমের জন্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।