জাবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৩ সেপ্টেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, জাবিতে ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের পাঁচটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চতুর্থ ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইটে লগইন করার পর প্রার্থীর নিজ নিজ প্রোফাইলে স্বাক্ষর ও ছবি আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে আবু হাসান বলেন, ‘২৩ সেপ্টেম্বর থেকে স্বাক্ষর ও ছবি আপলোডকারী প্রার্থীরা নিজ নিজ প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।’
ভর্তি পরীক্ষার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আবু হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভর্তি পরীক্ষার সব উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন কমিটির ব্যাপারে অনুষদের ডিনদের চিঠি দেওয়া হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে ও হলে প্রবেশ করতে হবে। মাস্ক ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে ভর্তি পরীক্ষার পরিসর বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ ভবনে পরীক্ষার আসন বিন্যাস হতে পারে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এর নেতৃত্বে একটি উপ কমিটি কাজ করছে।’
এ বছর এক হাজার ৮৮৯ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে তিন লাখ সাত হাজার ৯৭৮টি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মোট নয়টি ইউনিটের জন্য আলাদাভাবে ফরম পূরণ করতে হয়েছে।