জাবিতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
কুমিল্লা, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় দুই শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করে।
শোভাযাত্রা পরবর্তী সম্প্রীতি সমাবেশে সদ্য বিলুপ্ত শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসেন রাজন বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দেশনেত্রী শেখ হাসিনার পাশে থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাবে।’
এ বিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক নিলাদ্রী শেখর মজুমদার বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ রক্ষায় বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা বদ্ধপরিকর। প্রতিক্রিয়াশীল উগ্রবাদী যারা ধর্মের নামে হানাহানি করে তাদের স্থান সোনার বাংলায় হবে না।’
সদ্য বিলুপ্ত কমিটির পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রযাত্রাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র রুখে দিব।’
সদ্য বিলুপ্ত কমিটির সহসম্পাদক আখতারুজ্জামান সোহেল বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় চক্রান্ত করে আসছে। সম্প্রীতির এই দেশে যারা ধর্ম নিয়ে হানাহানি করে তাদের সবাই মিলে রুখে দিতে হবে। যেকোন সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ লড়ে যাবে।’
এ সময় শোভাযাত্রায় ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আকলিমা আক্তার এশা, রতন বিশ্বাস, ইসমাইল হোসেন, আরিফুল আলম, আহমেদ আরিফ, আব্দুর রহমান ইফতি, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ, হাফিজুল ইসলাম, আসাদুজ্জামান, মাহফুজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। কমিটি বিলুপ্ত হওয়ার পর এটাই প্রথম কোন কর্মসূচি পালন করলো নেতাকর্মীরা।