জাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি
স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোর সময়সূচি আগের মতো সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত ৫ জানুয়ারি সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আবাসিক হল খোলা রেখে ক্লাস নেওয়া হচ্ছে অনলাইনে।