জাবির আবাসিক হলে থাকতে পারবে না ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ভর্তিপরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে অবস্থান করতে পারবে না। আগামী ৭ থেকে ১৮ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছু পরীক্ষার্থী, তাদের আত্মীয়-স্বজন ও বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ের কোনও আবাসিক হলে অবস্থান করতে পারবে না। স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রথব বর্ষের (৪৯ ব্যাচ) শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর হতে স্ব স্ব আবাসিক হলের প্রভোস্টের সঙ্গে যোগাযোগ করে হলে উঠতে পারবে। উঠার সময় শিক্ষার্থীদের হল অফিসে টিকা সনদ জমা দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহা. মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রায় ১৯ মাস পর বিশ্ববিদ্যালয়ে ফিরেছে। বিশ্ববিদ্যালয় সচল রাখতেই ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের এ কষ্ট মেনে নিতে হবে। করোনা পরিস্থিতি খারাপ হলে আবার যাতে ক্যাম্পাস বন্ধ না হয়ে যায় সেজন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ করছি।
প্রভোস্ট আরও জানান, ৪৯ ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার পরে ৩০ নভেম্বর নিজেদের হলে উঠতে পারবে। কিন্তু সবাইকে অন্তত একটি টিকা গ্রহণের সনদ জমা দিতে হবে।