জাবি’র ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হলো।
গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://juniv-admission.org) এ ফলাফল প্রকাশ করা হয়। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়।
এ বছর ‘এ’ ইউনিটে ৪১০টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ৩৩ হাজার ৭২৫ জন। পাস করেছেন ২৩ হাজার ২২৫ পরীক্ষার্থী। পাসের হার শতকরা ৬৮ দশমিক ৮৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ ভবনের সমন্বয়ক রসায়ন বিভাগের অধ্যাপক কৌশিক সাহা জানান, এ বছর শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। এ ভবনে ‘এ’ ইউনিটে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৫৫ শতাংশ।
এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ আট হাজার ৬০৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে লড়েছেন ১৬৩ জন।