জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা সময় পরিবর্তন করা হয়েছে। ‘এ’ ইউনিটের ২০ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর এবং ২১ নভেম্বরের পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির এ ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ নভেম্বরের পরিবর্তে ২১ নভেম্বর এবং ২১ নভেম্বরের পরিবর্তে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া পূর্ব নির্ধারিত শিফট ও সময় অপরিবর্তিত থাকবে।
এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে তিন লাখ আট হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন। মোট ১০০ নম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকছে ২০ নম্বর। ভর্তিচ্ছুদের ৪৫ মিনিটে ৬০টি প্রশ্নের উত্তর দিতে হবে।