জাবির কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের কলা ও মানবিকী অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (www.ju-admission.orga) এ ফলাফল প্রকাশ করা হয়।
‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৭৭টি, বাণিজ্য শাখার ছেলে ও মেয়েদের পৃথকভাবে ২৫টি, মানবিক শাখার ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ৮৪টি সিটের বিপরীতে মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটে ৩৭২টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৪১ হাজার ৬৭৭টি। প্রতি আসনের বিপরীতে লড়েছে ১১২ জন। এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে তিন লাখ আট হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন।