জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে (juniv-admission.org)-এ এই ফলাফল প্রকাশ করা হয়।
ডি ইউনিটে মোট আসন সংখ্যা ৩২০টি। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬০টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পৃথকভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বছর ‘ডি’ ইউনিটে ৩২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৬৯ হাজার ২২৬টি। সে হিসাবে প্রতিটি সিটের বিপরীতে ২১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।