জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক মনজুরুল হক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হককে নিয়োগ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এনটিভি অনলাইকে বলেন, ‘আমি এখনো বিজ্ঞপ্তি পাইনি। তবে মৌখিকভাবে শুনেছি। বিজ্ঞপ্তি হাতে পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।’
বর্তমান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হবে আগামী ১০ জুলাই। একই দিনে অধ্যাপক শেখ মো. মনজুরুল হকের কোষাধ্যক্ষ পদে মেয়াদ শেষ হবে। অধ্যাপক আমির হোসেনের মেয়াদ শেষ হলেই উক্ত পদে যোগদান করবেন অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
এর আগে ২০১৭ সালের ৯ জুলাই রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক শেখ মো. মনজুরুল হককে কোষাধ্যক্ষ পদে চার বছরের জন্য নিয়োগ দেন।