জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে ‘বি’ ইউনিটের আসন সংখ্যার ১০গুণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়।
‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৩২৬। এর মধ্যে ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে ১৬৩টি করে আসন রয়েছে। মেধাক্রম অনুযায়ী মোট আসন সংখ্যার ১০ গুণ শিক্ষার্থীর ফলাফল পিডিএফ ফাইল আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে ভর্তি সম্পর্কিত সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
‘বি’ ইউনিটের ৩২৬ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৭ হাজার ৯২৫টি। সে হিসেবে প্রতিটি সিটের বিপরীতে ১১৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
এ বছর মোট নয়টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করবে তিন লাখ আট হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে অনুযায়ী প্রতি আসনের বিপরীতে লড়বে ১৬৩ জন।