জাবির ভর্তি পরীক্ষায় বৈষম্যের অভিযোগ, এগিয়ে পঞ্চম শিফট
প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শিফট ভিত্তিতে। এতে প্রশ্নপত্র ভিন্ন হলেও বাছাই প্রক্রিয়া অভিন্ন। ফলে বৈষম্যের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মেধা তালিকার অধিকাংশই পঞ্চম শিফটের পরীক্ষার্থীদের দখলে। ‘বি’ ইউনিটে পঞ্চম শিফটে মোট মেধা তালিকায় ৬৮ শতাংশ মেয়ে ও ৬৪ দশমিক ৫ শতাংশ ছেলে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ‘ডি’ ইউনিটের একই শিফটে মেধাতালিকার ৩২ দশমিক ৫ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
‘ডি’ ইউনিটের ১০ শিফট ও ‘বি’ ইউনিটের পাঁচ শিফটের পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে দেখা যায়, ‘বি’ ইউনিটে ছেলেদের প্রথম ১৬৩ জনের মধ্যে প্রথম শিফটে ১৭ জন, দ্বিতীয় শিফটে চারজন, তৃতীয় শিফটে ২৩ জন, চতুর্থ শিফটে ১৪ জন এবং পঞ্চম শিফটে ১০৫ জন। ‘বি’ ইউনিটে মেয়েদের প্রথম ১৬৩ জনের মধ্যে প্রথম শিফটে ১৭ জন, দ্বিতীয় শিফটে আটজন, তৃতীয় শিফটে ১২ জন, চতুর্থ শিফটে ১৫ জন এবং পঞ্চম শিফটে ১১১ জন।
অন্যদিকে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটে ১০ জন, দ্বিতীয় শিফটে সাতজন, তৃতীয় শিফটে একজন, চতুর্থ শিফটে ১৮ জন, পঞ্চম শিফটে ১০৪ জন, ষষ্ঠ শিফটে ২২ জন, সপ্তম শিফটে ৫৩ জন, অষ্টম শিফটে ২৯ জন, নবম শিফটে ৪৯ জন, দশম শিফটে ২৭ জন।
শিক্ষার্থীদের অভিযোগ, ভিন্ন প্রশ্নে পরীক্ষা হলেও একই প্রক্রিয়ায় মূল্যায়নের ফলে শিফট বৈষম্যের শিকার হচ্ছে তারা। কোনো শিফট থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী এবং কোনো শিফট থেকে কম শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পাচ্ছে।
‘বি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার্থী সায়মা জাহান বলেন, ‘শিফটভিত্তিক পরীক্ষায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। প্রশ্ন ভিন্ন হওয়ায় কোনো শিফটে সহজ আবার কোনো শিফটে কঠিন হচ্ছে। কিন্তু ফলফলে সব ইউনিটকে সমানভাবে বিবেচনা করছে। এতে প্রকৃত মেধাবীরা স্থান পাচ্ছে না।’
গাণিতিক ও পরিসংখ্যান বিষয়ক অনুষদের ডিন এবং ডিন কমিটির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার শিফটভিত্তিক পরীক্ষার বৈষম্য সম্পর্কে বলেন, ‘সব শিফটে প্রায় একই ধরনের প্রশ্ন হয়। কোনো শিফটে ভালো শিক্ষার্থীরা একত্রে আবেদন করলে এ রকম ফলাফল হতে পারে। তবে জাবির শিফট পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার কোনো অবমূল্যায়ণ হয় না। শিফটভিত্তিক কোটা নির্ধারণ করলেই বরং মেধাবীদের বঞ্চিত করা হবে।’
প্রশ্নের ধরণ সম্পর্কে অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার আরও বলেন, ‘বিজ্ঞান অনুষদগুলোতে প্রশ্ন প্রায় একই হয়। কিন্তু অন্যান্য অনুষদে একই স্থান থেকে প্রশ্ন না হলেও একই মানের প্রশ্ন হয়। শিক্ষার্থীদের মানের কারণে ফলাফল বিভিন্ন রকম হতে পারে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, আইন অনুষদভুক্ত ‘এফ’ ইউনিট, আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট, আইবিএভুক্ত ‘জি’ ইউনিট, বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতিভুক্ত ‘আই’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এর মধ্যে বি, ডি, এইচ ও জি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।