জাবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এ-ইউনিট) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ৫ম শিফটের মধ্য দিয়ে বিকেল সোয়া ৪টায় শেষ হবে তৃতীয় দিনের পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে পাওয়া তথ্য বলছে, ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৪৬৬টি আসনের বিপরীতে লড়াই করছেন ৭৬ হাজার ৩৭৯ জন। সে অনুযায়ী, এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন মোট ১৬৪ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ও শিক্ষকরা তৎপর রয়েছেন।’
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘এ-ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। উপস্থিতির হার শেষে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
এর আগে, গতকাল সোমবার সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের (সি-ইউনিট) এবং গত রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের (সি-ইউনিট) ভর্তি পরীক্ষা হয়।
প্রসঙ্গত, চলমান ভর্তি পরীক্ষায় মোট ৫টি ইউনিটে এক হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগগ্রহণ করছেন দুই লাখ ৮৪ হাজার ৬০৬ জন ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৫১ জন।