জাবি খোলার দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিলের ঘোষণা
‘১৫ অক্টোবরের পর যেকোনো দিন খোলা হবে আবাসিক হল ও ক্যাম্পাস। এর আগেই নিশ্চিত করা হবে শিক্ষার্থীদের টিকা’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মশাল মিছিলের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আগামীকাল সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল ঘোষণা দেয় তারা।
ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন দর্শন বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান। লিখিত বক্তব্যে বলা হয়, সরকারের তরফ থেকে ইতিবাচক নির্দেশনা থাকার পরও জাবির প্রশাসন ক্যাম্পাস খুলতে কালক্ষেপণ করছে। এই পরিস্থিতিতে এক দিকে প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন, অন্যদিকে হল খোলার তারিখ ঘোষণা নিয়ে টালবাহানা করছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষিত ২২ সেপ্টেম্বরের একাডেমিক কাউন্সিল ও ২৫ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভা এক রহস্যময় কারণে পিছিয়ে দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে নেমে আসার পরও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন বন্ধ রাখতে হবে? ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে না দিলে শিক্ষার্থীরা পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী রকিবুল রনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে না থাকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের পথ সুগম হয় বিধায় বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে প্রশাসন টালবাহানা করছে। প্রশাসন গণমাধ্যমের কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রস্তুত আছে জানানোর পরও কেন বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করতে এত বিলম্ব করছে? এই প্রশ্নের জবাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা এবং এর দায় সম্পূর্ণ প্রসাশনকেই নিতে হবে।
গত ১৫ সেপ্টেম্বর তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিল শেষে একই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। দাবির প্রথম দফা ছিল ২২ সেপ্টেম্বরের মধ্যে হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার ঘোষণা দিতে হবে। আজ কোনো ঘোষণা না আসায় এ আন্দোলনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।