জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিটন
বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার দুই সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য আক্তারুজ্জামান সোহেলকে সভাপতি এবং হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আংশিক এ কমিটির অনুমোদন দেন।
জানা যায়, আক্তারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। এদিকে হাবিবুর রহমান লিটন দর্শন বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের দুজনই গত কমিটিতে সহ-সম্পাদক হিসেবে ছিলেন।
এর আগে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি ও এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করা হয়। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রকল্পে কমিশন নেওয়ার গুঞ্জন উঠলে চঞ্চলকে আর ক্যাম্পাসে দেখা যায়নি। এছাড়া সাংগঠনিক নানা অনিয়মের অভিযোগে জুয়েল রানাকে বিভিন্ন হল ইউনিট থেকে অবাঞ্চিত ঘোষণা করা হলে তাঁকেও আর ক্যাম্পাসে দেখা যায়নি। এরপর গত বছরের ১৭ অক্টোবর জাবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।