জাবি প্রক্টরের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
‘ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের দায়িত্ব আমি নেব না’—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এমন বক্তব্য দিয়েছেন অভিযোগ করে তাঁর পদত্যাগ দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জাবি শিক্ষার্থীরা আজ শনিবার দুপুর ১টায় তিন দফা দাবির সঙ্গে প্রক্টরের পদত্যাগের দাবিটি যুক্ত করার কথা সাংবাদিকদের জানান।
গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজার এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এমন বক্তব্য দেন বলে জানিয়েছেন উপস্থিত সাংবাদিক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে জানতে চাইলে আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি এমন কোন বক্তব্য দিইনি। শিক্ষার্থীদের দায়িত্ব যদি না-ই নিতাম তাহলে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই স্থানে দাঁড়িয়ে থাকতাম না।’
ভারপ্রাপ্ত প্রক্টর আরো বলেন, ‘আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে নিজে গাড়ি চালিয়ে সেখানে যাই এবং অবরুদ্ধ শিক্ষার্থীদের উদ্ধারে তৎপরতা চালাই।’
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘বক্তব্য ভুলভাবে উপস্থাপন হতে পারে। কিছু মিডিয়ায় এই মন্তব্যটা এসেছে। কিন্তু আমি সব মিডিয়ার সঙ্গেই কথা বলেছি, কয়েকটা অনলাইন ছাড়া কেউ এরকম বক্তব্য দেয়নি।’
আন্দোলরত শিক্ষার্থীরা দাবি করেন, ‘আমরা ক্যাম্পাসের বাইরে আছি বলে যদি প্রশাসন দায়িত্ব না নেয়, তাহলে হল খুলে দেওয়া হোক। আমরা আমাদের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আর এই প্রক্টরকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। দায়িত্ব নিতে যেহেতু পারবেন না, তাই তাঁর পদত্যাগ করতে হবে।’
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছে পুলিশ, তবে শিক্ষার্থীরা পুলিশের প্রবেশে বাধা দিচ্ছেন।