প্রশাসনের ঝোলানো হলের তালা ফের ভাঙলেন জাবি ছাত্রীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদের আটটি হলে শিক্ষার্থীরা অবস্থান করছেন। ছাত্রীদের আটটি হলে তালা লাগিয়ে দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার ছাত্রীরা তালা ভেঙে হলে উঠেছেন।
আজ সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের দিকে যান শিক্ষার্থীরা। মিছিল শেষে ছাত্রীরা হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীরা হলে অবস্থান করছেন।
মিছিলের আগে শিক্ষার্থীরা জানান, প্রশাসন থেকে দেওয়া হল ত্যাগের বিজ্ঞপ্তি তাঁরা প্রত্যাখ্যান করেছেন।
মিছিলের আগে শিক্ষার্থীরা বলেন, গতকাল হওয়া মামলার একটি কপি তাঁদের দিতে হবে। চিহ্নিত সন্ত্রাসীদের মামলায় অন্তর্ভূক্ত করতে হবে।
এ ছাড়া যে ছাত্রীরা ক্যাম্পাসে এসেছেন তাঁরা একটি হলে অবস্থান করবেন বলে ঘোষণা দেওয়া হয়।
জাবি সংলগ্ন গেরুয়া এলাকায় সম্প্রতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সঙ্গে ছাত্রদের সমস্যা সৃষ্টি হলে তা নিয়ে গত শুক্রবার দ্বিতীয় দফায় সংঘর্ঘে জড়ায় উভয় পক্ষ। শুক্রবার রাতভর হামলা সংঘর্ষ হয়। এরপর হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন জাবি শিক্ষার্থীরা। শনিবার তালা ভেঙে হলে ওঠেন শিক্ষার্থীরা।